চারঘাটে এক রাতে তিনটি ভ্যান ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, চারঘাট : চারঘাট একই সময়ে তিনটি ভ্যান ছিনতাই হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোর ৪টার দিকে চারঘাট পুঠিয়া রাস্তার বঙ্গবন্ধু মোড়ের উত্তরে বুড়ির বটতলার নামক স্থানে।
ক্ষতিগ্রস্থ ভ্যান চালক মজিবুর রহমানের ছেলে শাকিবুল জানাই সোমবার ভোর ৪টার দিকে উপজেলার বালুদিয়ার গ্রামের তোছের আলীর ছেলে রফিকুল ইসলাম, ইয়াজ উদ্দিনের ছেলে সৈয়দ আলী ও মহিমুদ্দিনের ছেলে মজিবুর রহমান এই তিন ভ্যান চালক ভ্যানে পাট বোঝাই করে ঝলমলিয়া হাটের উদ্দেশ্য রওনা দিয়ে চারঘাট-পুঠিয়ার রাস্তার বুড়ির বটতলা নামক স্থানে পৌছালে ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা ভ্যানের গতিরোধ করে ভ্যাান চালককে মারপিট করে ভ্যান নিয়ে পালিয়ে যায়। ভ্যানচালকদের চিৎকারে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে প্রাথমিকভাবে চিকিৎসা নিয়ে আহতরা বাড়ি চলে যান। এরিপোট লিখা পর্যন্ত থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে রবিবার দিনগত রাতে চারঘাট বাজারে সাদিয়া এন্টারপ্রাইজ দোকান ঘরে তালা ভেঙ্গে চুরির চেষ্টা, তার একদিন আগে শুক্রবার রাতে আজমল হকের দোকানে একই কৌশলে চুরির চেষ্টা করে। এছাড়া ৬ই আগস্ট দিনগত রাতে উপজেলার বনকিশোর উচ্চ বিদ্যালয় কক্ষে তালা ভেঙ্গে ল্যাপটপ ও দুপুরে চারঘাট বাজার থেকে ভ্যার চুরি হয়।
৩০ জুন চারঘাট বাজারের চায়না মেনসন আব্বাসের বাসায় চুরি হয়। ৭ আগস্ট দিনগত রাতে ডাকরা গ্রামের ইউসুফ আলীর বাড়ি থেকে একটি মটরসাইকেল চুরি হয়। এছাড়াও ১৫ই আগস্ট দুপুরে দিবালোকে চারঘাট বাজারের বাধন বেকারীতে চুরি হয় এবং পরদিন রাতে চারঘাট বাজারের তোফাজ্জল হোসেনর চাউলের আড়ৎ চুরি হয়। উপজেলার বিভিন্ন এলাকায় চোরের উপদ্রপ বৃদ্ধি পেয়েছে। এ কারন হিসাবে মাদকাসক্ত সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চুরির সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে অভিজ্ঞমহল মনে করেন।
এব্যাপারে মডেল থানার (দায়িত্ব প্রাপ্ত) ইন্সপেক্টর তদন্ত আব্দুল বারী বলেন, এসব অভিযোগগুলো ক্ষতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

No comments