বাঘায় ‘শিশুর গলায় শিয়ালে ছোবল’
নিজস্ব প্রতিবেদক,বাঘা :
রাজশাহীর বাঘায় চার বছরের শিশুকে গলায় কামড় দিয়ে আহত করেছে শিয়াল। তার সাত বছর বয়সের সহোদর ভাই সোহানের ডাক চিৎকারে তাকে ফেলে পালিয়ে যায় শিয়াল। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির নাম মায়া খাতুন। সে উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা কাজিপাড়া গ্রামের শাওন আলীর মেয়ে। শুক্রবার বিকালে উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা কাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মায়ার পিতা শাওন আলী জানান, বাড়ির পাশের মাঠে মহিষ আনতে যায় তার ছেলে সোহান (৭) । তার পেছন পেছন যায় মায়া। রেললাইনের আখক্ষেতের পাশে দিয়ে যাওয়ার সময় ২০০মিটার পেছনে পড়ে মায়া । এ সময় আখক্ষেতের ভেতরে থাকা একটি শিয়াল সেখান থেকে বের হয়ে মায়ার গলায় কামড়ে ধরে নিয়ে যাচ্ছিল। মায়ার চিৎকার শুনে সোহানও চিৎকার দিয়ে উঠে। তাদের চিৎকারে অন্যরা আগায়ে গেলে মায়াকে ফেলে পালিয়ে যায় শিয়াল। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানান মায়ার পিতা শাওন।##

No comments