বাঘায় এখনও পিছু ছাড়ছেনা ডেঙ্গু আতঙ্ক
নিজস্ব প্রতিবেদক, বাঘা ঃ
রাজশাহীর বাঘা উপজেলায় এখন ডেঙ্গু আতঙ্কে ভুগছে বিভিন্ন গ্রামের মানুষ । একের পর এক ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবরে তাদের মধ্যে এই আতঙ্ক কাজ করছে।
শুক্রবার রিপোর্ট লেখা পর্যন্ত খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে একই পরিবারের ২ জনসহ ৮ জন । তাদের মধ্যে ৫ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। অন্য ৩ জন হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে ৩ দিন যাবত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন উপজেলার হরিপুর গ্রামের মৃত হরিপদ’র ছেলে রবিশীল (৭০), একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে ভাষান আলী (৩৫) ও আকরাম মাষ্টারেরর ছেলে রোকন হোসেন (১১)। স্থানীয় বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র রোকন আলীকে আইসিইউতে রাখা হয়েছে।
ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন, বেসরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক, উপজেলার আড়ানী পৌরসভার চকরপাড়া গ্রামের মৃত আজিজুল আলমের ছেলে রুবেল আহম্মেদ এবং তার চাচাতো বোন সাগর আলীর মেয়ে সেতু খাতুন, আড়ানী পৌরসভার গোচর গ্রামের টগর আলীর ছেলে হাসিবুল ইসলাম, আড়ানী চকসিংগা গ্রামের মুন্তার আলীর ছেলে মাসুদ রানা ও আকলিমা বেওয়ার ছেলে আলফাজ হোসেন । চিকিৎসা নিয়ে তারা সুস্থ্য আছেন বলে জানা গেছে।
বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, বাঘা উপজেলায় কয়েকজন ডেঙ্গুকে আক্তান্ত হয়েছে শুনেছি। তবে তারা আমার কাছে চিকিৎসা নিতে আসেনি।

No comments