Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটের বড়াল নদীর স্লুইস গেটে মিললো ৩ লাশ


    নিজস্ব প্রতিবেদন,চারঘাট:
    রাজশাহীর চারঘাটে পদ্মার শাখা বড়াল নদীর উৎসমুখের স্লুইচগেট থেকে তিনটি পচা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চেষ্টা করে পুলিশ নদী থেকে লাশগুলো তুলে আনে। পরে লাশের ময়না তদন্ত ও ডিএনএ সংগ্রহের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
    স্থানীয় জানান, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে তারা তিনটি লাশ ও কয়েকটি গবাদিপশু ভাসতে দেখেন। পরে তারা পুলিশে খবর দেন।
    রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ জানান, ধারনা করা হচ্ছে লাশগুলো পদ্মা নদীর ভারতের অংশ থেকে ভেসে এসেছে। লাশগুলো পচে যওয়ায় আপাতত চেনার কোন সুযোগ নেই। তবে পুলিশ লাশগুলো সনাক্ত করতে ময়না তদন্ত করা সহ এবং ডিএনএ সংগ্রহ করা হচ্ছে। এছাড়া রাজশাহী জেলা সহ আশপাশের জেলায় কেউ নিখোঁজ রয়েছে কি না সেই খোঁজ নেয়া হচ্ছে।
    তিনি জানান, তিনটি লাশই পুরুষের। একজনের বুকে মনে হচ্ছে জখম রয়েছে। তবে জখমটির কারণে হত্যা নাকি মৃত্যুর পর জখম হয়েছে তা বোঝা যাচ্ছে না।
    চারঘাট থানার ওসি সমিত কুমার কুন্ডু জানান, বিকেল পর্যন্ত লাশগগুলোর কোন দাবি নিয়ে কেউই থানায় যোগাযোগ করেননি। শেষ পর্যন্ত কেউ লাশ না নিলে আঞ্জুমানে মফিদুলের মাধ্যমে দাফন করা হবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728