মাদকের সাথে কোনো প্রকার আপোস নাই-নাজমুল হক ।।
নিজস্ব প্রতিবেদক,চারঘাট :
মাদক প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানিয়ে চারঘাট উপজেলা উপজেলা নিবাহী অফিসার বলেন মাদক একটি মানুষকে ধ্বংস করে না। পুরো পরিবার, পুরো সমাজ এমনকি পুরো জাতিকে আজ মাদক গ্রাস করে ফেলেছে। তাই মাদকের সাথে কোনো প্রকার আপোষ নয়।
আজ বুধবার বিকাল ০৪ ঘটিকা ভায়ালক্ষিপুর ইউনিয়নে
উদ্দোগে , জঙ্গিবাদ, নাশকতা প্রতিরোধ ও মাদকদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ ও আইন শৃংখলা রক্ষায় জনসচেতনতামূলক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা মাদক ব্যবসা করে, যারা মাদক সেবন করে তাদের কোন ভাবেই প্রশ্রয় দেয়া যাবে না। যেখানে যেঅবস্থায় আছেন সকলেই মাদকের বিরুদ্ধে সোচ্চার ভুমিকা পালন করুন। যাতে করে ভবিষ্যত প্রজন্ম এর ভয়াবহতা হাত থেকে রক্ষা পায়।
মাদক প্রতিরোধে প্রশাসন কঠোর ভুমিকা পালন কালে কোন নেতাকর্মী তদবির করলে তাদের চিহিৃত করে ব্যবস্থা নিতে হবে। আজকের যুব সমাজকে টিকিয়ে রাখতে হলে মাদকের ব্যাপারে সকলকে সজাগ সৃষ্টি রাখতে হবে।যারা মাদকের সাথে জড়িত, তাদের জন্য উপজেলা চেয়ারম্যানের অফিসের দরজা বন্ধ বলে জানান তিনি।
চারঘাট উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আ'লীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা,চারঘাট থানার অফিসাস ইন চাজ সমিত কুমার কুন্ডু. ইউপি চেয়ারম্যান মোঃ সওকত হোসেন বুলবুল ্ সাবেক ইউ পি চেয়াম্যান আব্দুল মজিত, সহ আরো অনেকে।

No comments