বাঘায় অজ্ঞাত যুবকের মরাদেহ উদ্ধার
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ
রাজশাহীর বাঘায় অজ্ঞাত পরিচয়ের ত্রিশ (৩০) বছর বয়সের এক ব্যক্তির মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১-১২-১৯) বেলা ১২টার দিকে উপজেলার বলিহার গুচ্ছগ্রাম মোড়ের দক্ষিন-পশ্চিম কোণে সুরেন বাবুর পুকুর থেকে মরাদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, এর আগে ওই এলাকায় ঘোরা ফেরা করছিল। সে সময় তাকে ভারসাম্যহীন বলে মনে হয়েছে। এ অবস্থায় পুকুরে নেমে হয়তো উঠতে পারেনি। স্থানীয়দের দেওয়া সংবাদে সেখান থেকে তার মরাদেহ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট তৈরির সময় তার শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি।
স্থানীয় শিমুল ষ্টোরের মালিক মাসিদুল ইসলাম শিমুল জানান, রোববার সকাল সাড়ে ৯ টায় তার দোকান খোলার সময় ওই ব্যক্তিকে পুকুরে সাঁতার কাটতে দেখেছেন। চায়ের দোকানদার আনসার আলী বলেন,সকাল ৯টায় তাকে মোড়ে ঘোরাফেরা করতে দেখছিলেন। পরে দেখেন,পুকুরে ডুব দিচ্ছে আবার ভেসে উঠছে। তার এ অবস্থা দেখে স্থানীয়রা তাকে পুকুর থেকে ওপরে তোলেন। পরে তাকে মৃত পাওয়া যায়। ওই মোড়ে কর্মরত রাজ মিস্ত্রি জমির উদ্দীন বলেন,পুকুরে নামার আগে সে নিজে নিজেই কথা বলছিল। তবে তার কথা বোঝা যাচ্ছিলনা।
অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে ভারসাম্যহীনের কারণে পুকুরে নেমে মারা যেতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নির্নয়ের জন্য মরাদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরে তার পরিচয় পাওয়া যায়নি।
No comments