বাঘা সীমান্তে এগারো লাখ টাকা মূল্যের সাড়ে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহী বাঘার আলাইপুর সীমান্ত এলাকা থেকে তিন হাজার ৩৩০পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। রোববার (১-১২-১৯) সকালে আলাইপুর সীমান্তের পদ্মার চর এলাকায় নৌকা আটক করে ১১ লাখ টাকা মূল্যের এই ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি), এর আলাইপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবু তালেব জানান,তার নেতৃত্বে একটি বিশেষ টহল দল বাঘা থানার পদ্মা নদীর চর নামক এলাকায় টহল চালায়। এ সময় ইঞ্জিন চালিত নৌকা আটক করে ৩ হাজার ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সিজার লিষ্টে যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ১১ লাখ টাকা। ইয়াবাগুলো ভারত থেকে বাংলাদেশে বিক্রির জন্য আনছিল।
টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক কিংবা সনাক্ত করতে পারেননি ট। আটককৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করে তা পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।
No comments