বাঘায় গাঁজাসহ নারী গ্রেফতার
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় মাদক বিক্রির অভিযোগে ববিতা বেগম নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার ফতেপুর বাউসা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গরে তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ফতেপুর বাউসা গ্রামের মজিবুর রহমানের ছেলে আলমঙ্গীর হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা চালিয়ে ববিতা বেগমকে আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের আলমঙ্গীর ও তার বন্ধু করিম উদ্দীন পালিয়ে যায়। পরে ঘর তল্লাশী চালিয়ে খাটের নিচ থেকে পলি ব্যাগে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বাঘা থানার সহকারি উপ-পরিদর্শক মাসুদ ইকবাল অভিযান পরিচালনা করেণ।
এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় ৩ জনকে আসামী করে একটি মামলা দিয়ে শনিবার সকালে আদালতের মাধ্যমে বতিতাকে জেল হাজতে প্রেরণ হয়েছে।
No comments