Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় টিন-টাকা পেলো অস্বচ্ছল দুই প্রতিবন্ধী


    বাঘা (রাজশাহী) প্রতিনিধি
    রাজশাহী বাঘায় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ অসচ্ছল দুইজনের প্রত্যেককে ২ বান্ডিল টিন ও নগদ ৬০০০/- টাক প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী  সোমবার (২-১২-১৯) বিকেলে উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজা তাদের টিন ও টাকা প্রদান করেন। এরা হলো- বাউসা ইউনিয়নের পীরগাছা গ্রামের মৃত ইনছার আলীর  প্রতিবন্ধী ছেলে কেনু মিয়া ও  ইনছার আলীর বিধবা স্ত্রী। ( গোঞ্জি মিয়ার মা)। এছাড়াও সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরনকারি, বাউসা ইউনিয়নের পীরগাছা গ্রামের মিজানুর রহমানের পরিবারকে ২০ হাজার (বিশ হাজার)  টাকার চেক তুলে দেন নির্বাহি অফিসার শাহিন রেজা । টিন ও টাকা পেয়ে অনেক খুশি হয়েছেন বলে জানান তারা।
     তিনি বলেন, জেলা প্রশাসক হামিদুল হক স্যার বাঘা উপজেলা পরিদর্শনকালে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ অসচ্ছল কেনু মিয়া, আর গোঞ্জির মায়ের ভাঙা ঘর সংস্কারের প্রতিশ্রæতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রæতি অনুয়ায়ী অসচ্ছল দুইজনকে টিন ও নগদ টাকা প্রদান করা হয়েছে আর সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরনকারি মিজানুর রহমানের পরিবারকে বিশ হাজার টাকার  চেক প্রদান করা হয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728