চারঘাটে মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ৯
নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত সহ ৯ জন আসামীকে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার রাওথা গ্রামের আজিজুল আলীর ছেলে উজ্জল, ৭গ্রাম হেরোইন হলিদাগাছি এলাকার ৭ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী মোহাম্মদ রেজাউল ইসলাম ও ই্য়াদ আলী, মোক্তারপুর গ্রামের রেসেক আলী, শিমুলিয়া গ্রামের রুস্তম আলী, মেরামতপুর গ্রামের মাদক মামলার ওয়ারেন্টভুক্ত রায়হান আলী, নিমপাড়া গ্রামের মোশারফ হোসেন ওরফে মশা।
আটককৃতদের মঙ্গলবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমিত কুমার কুন্ডু আটকের সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেপ্তার করা হয় এবং মঙ্গলবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
No comments