বাঘায় মোজাহার হোসেন শিক্ষা বৃত্তি প্রদান
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ
রাজশাহীর বাঘায় মরহুম মোজাহার হোসেন শিক্ষা বৃত্তি পরীক্ষায় ( ২০২০ইং) উত্তীর্ণ ২০ জনকে বৃত্তি সনদ ও নগদ টাকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রæয়ারি) সকালে হরিরামপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই পরীক্ষায় ৬৪ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে ১ থেকে ২০জন শিক্ষার্থীকে বৃত্তি সনদসহ প্রথম স্থান অধিকারিকে নগদ পাঁচ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারিকে তিন হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকারিকে দুই হাজার টাকা ছাড়াও অন্য ১৭ জনের প্রত্যেককে ৫০০ টাকা প্রদান করা।
হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের একাধিকবার নির্বাচিত সভাপতি নওশাদ আলীর সভাপতিত্বে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটি সদস্য মুনসুর রহমান, জুলফিকার আলী ভূট্ট্র, ভুগোল হোসেন, ডাবলু আহম্মেদ, প্রধান শিক্ষক শাহ আলম, সহকারি প্রধান শিক্ষক হাসান আলীসহ অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৃষ্টপোষকতায় ছিলেন মরহুম মোজাহার হোসেনের ছেলে নওশাদ আলী।##

No comments