Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় পদ্মার চরে গলা কেটে হত্যাকারিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

    বাঘা(রাজশাহী) প্রতিনিধি                         
    রাজশাহীর বাঘায় পদ্মার চরে জাকির হোসেন (২১) নামের এক যুববকে গলা কেটে জবাই করে হত্যার ঘটনায়, হত্যাকারিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রæয়ারি) সকালে চকরাজাপুর ইউনিয়ন ছাত্রলীগের ব্যানারে চকরাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে  নিহতের বিচারের দাবিতে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করেণ, স্থানীয় জনপ্রতিনিধি,সুশিল সমাজ ও শিক্ষক-শিক্ষার্থীরা। বক্তারা বলেন, হত্যা মামলা দায়েরের ১২ দিন অতিবাহিত হলেও কোন আসামীকে গ্রেফতার হয়নি। আসামীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি করেন তারা।

    চকরাজাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক ইসলামের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল আযম, চকরাজাপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোহাম্মদ বাবলু দেওয়ান, সাধারণ সম্পাদক আবদুস সালাম, লক্ষীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, পল্লী চিকিৎসক জহুরুল ইসলাম, মোহাম্মদ আলী, জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহানুর রহমান সোহান, নিহত জাকির হোসেনের বাবা আবদুল খালেক, মা মাজেদা বেগম, বোন আমেনা বেগম প্রমুখ।
    উল্লেখ্য, ২৪ জানুয়ারি রাত সাড়ে ৯টায় ঔষধ কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে খুন হন উপজেলার চর এলাকার কালিদাশখালি গ্রামের আবদুল খালেক মোল্লার ছেলে জাকির হোসেন (২২)। রাতভর খোঁজাখুঁজির করে,পরদিন তার গ্রামের মটর ক্ষেতে গলাকাটা মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় ২৫ জানুয়ারি রাতে জাকির হোসেনের বাবা আবদুল খালেক মোল্লা বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। 
     বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, হত্যার বিষয়ে আসামী গ্রেফতারের  জন্য তৎপর রয়েছি। আতনএগাপনে থাকায় অভিযান চালিয়েও তাদের গ্রেফতার করা সম্বব হচ্ছেনা। ##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728