Header Ads

  • সর্বশেষ খবর

    পুঠিয়ায় এক যুবতীয় মৃত্যু নিয়ে জনমনে ধম্রজাল


    পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর পুঠিয়ায় রুমিয়া খাতুন (১৯) নামের এক যুবতীর মৃত্যু নিয়ে জনমনে ধম্রজাল সৃষ্টি হয়েছে। এটা হত্যা না কি আত্নহত্যা ?  মৃত যুবতী রুমিয়া খাতুন নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের রৌশনগিরী পাড়ার নুর ইসলামের মেয়ে।
    এলাকাবাসী সূত্রে জানাগেছে, সকাল ১১টার সময় পুঠিয়া রাজবাড়ি এলাকায় অসুস্থ্য অবস্থায় কয়েক জন দর্শনার্থী, তাকে দেখতে পায়। সে সময় তারা রুমিয়াকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সুয়া দুইটায় সে মারা যায়। মারা যাওয়ার পর এলকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলাকাবাসীর মধ্যে কেউ, কেউ বলছে এটা হত্যা না কি আত্নহত্যা ? অনেকেরই ধারাণা প্রেম ঘটিত ব্যাপারে সে আত্নহত্যা করতে পারে। এবিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি আত্নহত্যা করেছে। কারণ তার কাছে একটি বোতলে বিষাক্ত দ্রব্য পাওয়া গেছে। এই বিষাক্ত দ্রব্য পান করে সে অসুস্থ্য হয়ে পড়ে। পরে সে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। লাশের ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728