বাঘায় বরইয়ের ঝুরিতে মিললো ফেনসিডিল
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ
রাজশাহীর বাঘায় পৃথথক পৃথক অভিযানে ১৩০ বোতল ফেসসিডিল উদ্ধারসহ হাফিজুর রহমান (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার দাদপুর গ্রামের মোতলেব আলীর ছেলে। বৃহসপতিবার (২০-০২-২০২০) বরই এর ঝুরিতে ফেন্সিডিল বহনের সময় ১০০ বোতল ফেনসিডিলসহ হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। আগের দিন বুৃধবার রাতে উপজেলার মশিদপুর গ্রামের এছাহক আলীর ছেলে জাহাঙ্গীর (২৮)’র বাড়ি থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে একটি ভ্যানে ৬ ক্যারেড (ঝুরি) বরই নিয়ে বাঘা বাসষ্ট্যান্ডে যাওয়ার সময় তল্লাশি করে ২ ক্যারেড (ঝুরি) এর মধ্যে থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধারের পর হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। আগের দিন বুধবার জাহাঙ্গীর হোসেনের বাড়ি থেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরু ইসলাম জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।##

No comments