Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় হিরোইন ও ইয়াবাসহ বিজিবির হাতে ধরাখেলো মাদক ব্যবসায়ী


    বাঘা (রাজশাহী) প্রতিনিধি
    রাজশাহীর বাঘায় ১৩৫ পিচ ইয়াবা ও ৩ গ্রাম হিরোইনসহ উপজেলার মীরগঞ্জ ভানুকর গ্রামের মৃত নছের মন্ডলের ছেলে তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করেছে বিজিবি (বাংলাদেশ বডার গার্ড)। শনিবার(২১-০৩-২০২০) দুপুরে মীরগঞ্জ সীমান্তের ভানুকর এলাকা থেকে মীরগঞ্জ বিজিবির ক্যাম্পের টহল দল তাকে গ্রেফতার করে ইয়াবাসহ হিরোইন উদ্ধার করে।
     মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের ইনচার্জ আলাউদ্দিন জানান, গোপন সংবাদ সুত্রে আলাইপুর কোম্পানী কমান্ডারের নের্তৃত্বে ৫ সদস্যর একটি টিম মীরগঞ্জ ভানুকর(চাইপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে।  এ সময় তোফাজ্জল হোসেন ব্যাগে রক্ষিত হিরোইন ও ইয়াবা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে গ্রেফতার করা হয় এবং তার নিজ বাড়ির পূর্বদিকের আম বাগান এলাকা থেকে ব্যাগটি জব্দ করে তার ভেতর থেকে ৩ গ্রাম হিরোইন ও ১৩৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সিজার লিষ্টের মূেল্য তালিকায় যার আনুমানিক মূল্যে ধরা হয়েছে৪৬ হাজার ৫০০শ টাকা। প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে বলে জানান এই কর্মকর্তা।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728