বাঘায় চোর সন্দেহে যুবককে খুটির সাথে বেঁধে মারপিটের অভিযোগে দায়েরকৃত মামলায় আটক-১
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় চোর সন্দেহে বাড়ি থেকে তুলে এনে সেলিম হোসেন নামের এক যুবককে খুটির সাথে বেঁধে মারপিটের অভিযোগ করেছেন ওই যুবকের মা হাফিজা বেগম। বাঘা থানায় দায়েরকৃত অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা রজু করে বশির উদ্দীন ওরফে খাকনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ মার্চ) সকালে উপজেলার আটঘরি এলাকায় এ ঘটনা ঘটে। আহত সেলিম গ্রামের এমদাদুল হকের ছেলে।
অভিযোগের প্রেক্ষিতে পরে মামলাটি দায়ের করা হয়।
জানা গেছে, রোববার রাতে উপজেলার আটঘরির চেয়ারম্যান পাড়া গ্রামের আতাহার রহমানের ছেলে বশির উদ্দিন ওরফে খোকনের বাড়ির রান্না ঘরের জানালা ভেঙ্গে একটি গ্যাসের চুলা ও সিলিন্ডার চুরি হয়। এতে সেলিম হোসেনকে সন্দেহ করে সকাল আনুমানিক ৭টার দিকে তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বাড়ির পাশের মোফাজের দোকানের সামনে বিদ্যুতের খুটির সাথে বেঁধে মারধর করে,বশির উদ্দিন ওরফে খোকন, তার ভাই রাঙ্গা মাস্টার ও তহিদুল ইসলাম (রনজু) এবং আজদারের ছেলে ইয়াজুল ইসলাম টুনা। অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করে। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক ইমন আহমেদ জানান, সোয়া ১২টায় তাকে ভর্তি করা হয়েছে।
মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, চোর সন্দেহে তাকে মারপিট করার খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। সে সময় বিদ্যুতের খুটির সাথে বাঁধা অবস্থায় পায়নি। তবে সে একজন মাদকসেবী। এ কারনে চোর সন্দেহে তাকে মারপিট করা হয়েছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় খোকনের মা হাফিজা বেগম বাদি হয়ে ৪জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলায় বশির উদ্দিন ওরফে খোকন কে গ্রেফতার করা হয়েছে।##


No comments