Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন স্থাপন: গণজমায়েতে নিষেধাজ্ঞা



    নিজস্ব প্রতিবেদক, চারঘাট:
    রাজশাহীর চারঘাট উপজেলায় নভেল করোনাভাইরাস পর্যবেক্ষণের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন স্থাপন করা হয়েছে।

    এ ছাড়াও বৃহস্পতিবার থেকে উপজেলায় বিনোদন কেন্দ্র, ওয়াজ মাহফিল, হরিনাম কীর্ত্তন, বিবাহ ও জন্মদিনের অনুষ্ঠান বা যেকোনো গণজমায়েত, মুক্তমঞ্চ, কোচিং সেন্টারসহ সব ধরনের উৎসব করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে।

    নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে সংক্রমণ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    বৃহস্পতিবার দুপুরে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সামিরা বিষয়টি নিশ্চিত করেছেন।

    জানা যায়, গত এক মাসের মধ্যে বিদেশ ফেরত তালিকায় যে ব্যক্তিরা রয়েছেন তাদের হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে উপজেলা প্রশাসন। যারা এ নির্দেশ মানবে না তাদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনও প্রস্তুত রাখা হয়েছে। চারঘাট উপজেলা সদরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন হিসেবে নির্ধারণ করা হয়েছে সরদহ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়কে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল বোর্ড গঠন ও ৪ শয্যাবিশিষ্ট আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি সরকারি নির্দেশনা অনুযায়ী স্থানীয় সকল প্রাইভেট ক্লিনিকে আইসোলেশন ইউনিটের ব্যবস্থা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। করোনা প্রতিরোধে প্রতিটি পৌরসভা ও ইউনিয়নে আলাদা করে কমিটি গঠন করা হয়েছে।

    এছাড়াও করোনা বিষয়ে যেকোনো তথ্য ও সেবার জন্য উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা করোনা ভাইরাস প্রতিরোধ এবং তা থেকে সচেতন থাকার পাশাপাশি উদ্বিগ্ন না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়াও গণজমায়েত হতে পারে এমন কোনো উৎসব কিংবা আড্ডার বিষয়ে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728