Header Ads

  • সর্বশেষ খবর

    করোনা ভাইরাস সংক্রামন মোকাবিলায় পুঠিয়ায় বিভিন্ন সংগঠনের বিভিন্ন র্কমসূচি পালন


    পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ
    করোনা ভাইরাস সংক্রামন মোকাবিলায় পুঠিয়া উপজেলাধীন বানেশ্বর, জিউপাড়া ঝলমলিয়া বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা প্রশান  ছাত্রলীগ, আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক টিম র্কমসূচি পালন করেছে। রবিবার সকাল সন্ধ্যা পর্যন্ত দুরত্বে অবস্থান বৃত্ত চিহ্নিত, হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বিভিন্ন রাস্তাঘাট ও দোকান পাঠে জীবাণু নাশক স্প্রে, লিফলেট বিতরণ এবং মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি র্কমসূচি পালন করেছে।
    সকাল ১০টার দিকে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক  সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদের নেতৃত্বতে
    ও ধোকড়াকুল ডিগ্রী কলেজের ভিপি ঝলমলিয়া মসজিদের খতিব হাফেজ মাওলানা  মোহাম্মদ আহসানউল্লাহ্র সভাপতিত্বে অসহায় গরিব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য তালিকায় ছিল চাউল, ডাউল,আলু,তৈল,লবণ,নগদ একশত টাকা,এ খাদ্য সামগ্রী পুঠিয়ার ঝলমলিয়া ও জিউপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পাঁচ শত পরিবারের মাঝে বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল হক মাসুদ, জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, ইমাম আহসাউল্লাহ, আব্দুল জব্বার, শহিদুল্লাহ্, মোনায়েম, প্রমুখ।
    সকাল সাড়ে ১০টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন রাস্তাঘাট ও দোকান পাঠে করোনা ভাইরাস মুক্ত করতে ছিটানো হচ্ছে জীবাণু নাশক। রবিবার সকাল থেকে বানেশ্বর ট্রাফিক মোড় থেকে বানেশ্বর পেট্রোল পাম্প পর্যন্ত এই কর্মসূচী শুরু করেন বানেশ্বর কলেজ ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন। বানেশ্বর দোকানে ক্রেতা- বিক্রেতাদের নিরাপদে রাখতে পানির সাথে ব্লিচিং পাউডার ও জীবাণু নাশক ছিটানো হয়। এসময় উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রলীগের মেহেরাপ হোসেন অপি, শাহিনুর রহমান, শ্রী নিশিত কুমার। এ সময় বানেশ্বর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন  বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস যেভাবে সারাবিশ্বে পার্দুভার দেখা দিয়েছে।  তাই এর হাত থেকে রক্ষা পেতে আমরা নিজ উদ্যেগে বানেশ্বরের সকল জায়গায় এ জীবাণু নাশক স্প্রে করেছি।
    দুপুর ১২টার দিকে করোনা ভাইরাস সংক্রামন মোকাবিলায় সকল অপ্রয়োজনীয় দোকান ও জমায়েত বন্ধে এবং সকল মানুষের ঘরে অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে এবং খাদ্য সামগ্রী ও ঔষধের দোকানসমূহে ক্রেতাগনের সামাজিক দুরত্ব নিশ্চিত করার লক্ষ্যে পুঠিয়া উপজেলাধীন বানেশ্বর বাজারসহ উপজেলার সকল হাট-বাজারের দোকানমূহের সামনে রং দিয়ে গোলাকার বৃত্ত চিহ্নিত করে গ্রাহক/ক্রেতাদের ক্রয় বিক্রয় কার্যক্রম এর সময় ৩ ফুট দুরত্বে অবস্থান নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেন, পুঠিয়া, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,মোঃ ওলিউজ্জামান । উপজেলা প্রশাসনের উদ্যোগে তৈরী স্বেচ্ছাসেবক টিমের সাহায্যে বানেশ্বর বাজারসহ উপজেলার সকল হাট-বাজারে এই কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তিতে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ এবং মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং সকল মানুষকে ঘরে অবস্থানের আহবান করা হয়। #

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728