করোনা আতঙ্কে রোগী শূন্য চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নিজস্ব প্রতিবেদক, চারঘাট:
করোনা ভাইরাস আতঙ্কে রোগী শূন্য হয়ে পড়েছে রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ডেলিভারী, পেটব্যথা ও ডায়রিয়া রোগী ছাড়া তেমন কেউ ভর্তি হচ্ছেন না। গত ২৪ ঘন্টায় ৫ জন রোগী ভর্তি হেেছন। এদের মধ্যে ৩ জন নারী ডেলিভারী ও ২ জন পুরুষ ডায়রিয়ার জন্য ভর্তি হয়েছেন। বর্তমানে পুরুষ ও মহিলা ওয়ার্ডসহ ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালের দুইটি ওয়ার্ডই এখন রোগী শূন্য।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভর্তি হওয়া ৩ জন মহিলা ও ২ জন পুরুষ রোগীরা চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে ওয়ার্ড দুটিই রয়েছে ফাকা। অপর দিকে জরুরী বিভাগ এবং আউটডোরেও কমেছে রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জরুরী বিভাগে ১ জন, আউটডোরে মহিলা ১১ জন, পুরুষ ৭ জন ও ১৫ জন শিশু চিকিৎসা নিয়েছে বলে সূত্র জানায়। যেখানে প্রতিদিন দেড় থেকে দুইশ রোগী চিকিৎসা সেবা নিতে আসতো সেখানে বর্তমানে করোনা আতঙ্কে রোগীর সংখ্যা একিবারেই কম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা: শহিদুল ইসলাম রবিন বলেন, আমাদের ডাক্তার, নার্সসহ সকল স্টাফ হাসপাতালে রয়েছেন। গত ২৪ ঘন্টায় ৫ জন রোগী ভর্তি হলেও মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে তারা চিকিৎসা ছাড়পত্র নিয়ে বাড়িতে চলে গেছেন। করোনা ভাইরাসজনিত কারণে ছোট খাটো সমস্যা নিয়ে কেউ হাসপাতালে আসছেনা, মোবাইল ফোনে পরামর্শ নিচ্ছেন।
করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে সবাইকে সচেতন থাকার আহবান জানিয়ে ডা: রবিন বলেন, চারঘাটে এখনো করোনা ভাইরাস আক্রান্ত কোন রোগী চিহ্নিত না হলেও আইসোলেশনের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে নিপোটের ট্রেনিং সেন্টারকে প্রস্তুত রাখা হয়েছে।

No comments