চারঘাটে কোয়ারেন্টিনে থাকা ২৭ জনের পাশে উপজেলা চেয়ারম্যান ফকরুল
আব্দুল মতিন, চারঘাট:
রাজশাহীর চারঘাটের পশ্চিম কালুহাটি এলাকায় একই বাড়িতে তিনটি পরিবারের হোম কোয়ারেন্টিনে থাকা ২৭ জন সদস্যের কাছে জরুরি প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।
এ সময় তিনি কোয়ারেন্টিনে থাকা ব্যাক্তিদের সার্বিক খোঁজ খবর নেন। বুধবার সন্ধা সাড়ে সাতটার দিকে ফকরুল ইসলাম নিজে গিয়ে কোয়ারেন্টিনে থাকা ঐ পরিবারের কাছে ২৫ কেজি চাল, ১০ কেজি আলু, ৫ কেজি ডাল, ৫ কেজি তেল ও ১ কেজি মরিচ পৌঁছে দেন।
জানা যায়, চারঘাট উপজেলার পশ্চিম কালুহাটি কালিতলা এলাকায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ২৭ জন সদস্যের ৩টি পরিবারকে হোম কোয়ারেন্টিন রাখা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করেন। ঐ বাড়িতে ঢ়াকা ফেরত তিনজন সদস্য রয়েছেন, যারা জ্বর সর্দি কাশিতে ভুগছেন। করোনাভাইরাস সংক্রমণের প্রাথমিক লক্ষণ পাওয়া যাওয়ার পর হোম কোয়ারেন্টিনে রাখা ওই পরিবার গুলোকে ফকরুল ইসলাম খাবার পৌঁছে দেন এবং ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার অনুরোধ জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, চারঘাট পৌর আ'লীগের সাধারন সম্পাদক একরামুল হক, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদব রায়হানুল হক রানা, স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেনসহ প্রমুখ।

No comments