Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে করোনা ভাইরাস প্রতিরোধে দি হাঙ্গার প্রজেক্টের নানারকম সচেতনমূলক কার্যক্রম


    নিজস্ব প্রতিবেদক, চারঘাট:
    "সবাই মিলে শপথ করি করোনা ভাইরাস মুক্ত গ্রাম গড়ি" এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর চারঘাট উপজেলার ৬নং ভায়ালক্ষীপুর ইউ‌নিয়‌নের ৮ টি গ্রামে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক নানা ধরনের কার্যক্রম করেছে দি হাঙ্গার প্রজেক্ট এর সদস্যবৃন্দরা। সোমবার (৬ এপ্রিল) দিনব্যাপি এসব কার্যক্রম করেছে উক্ত প্রজেক্টের সদস্যবৃন্দরা।

     উন্নয়ন দ‌লের আ‌য়োজ‌নে ও প‌রিচালনায়  এবং দি হাঙ্গার প্রজেক্ট এর হার চ‌য়েজ প্রক‌ল্পের সহ‌যোগীতায় এই সচেতনমূলক কার্যক্রম অনুষ্টিত হয়।

    সামাজিক দুরত্ব বজায় রাখা,,গ্রামের বিভিন্ন রাস্তায় এবং জলাবদ্ধ স্থানে জীবানুনাসক স্প্রে করা,লিফলেট বিতরন সহ সচেতনমূলক নানারকম কার্যকম করা হয়।

    এই ইউ‌নিয়‌নের যারা ক‌রোনা ভাইরাস প্র‌তি‌রো‌ধে কাজ কর‌েছেন তা‌দের মা‌ঝে বিতর‌নের জন্য
    ভায়ালক্ষীপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান মোঃ শওকত আলী বুলবুল কে ৫০ জোড়া হ্যান্ড গ্লোবস হস্তান্তর করা হয়। এছাড়াও এই ইউ‌নিয়‌নের ৮ টি  গ্রা‌মে পি‌ছি‌য়ে পড়া জনগোষ্ঠীর মাঝে সাবান ও মাস্ক  বিতরন করা হয়।


    উক্ত করোনা ভাইরাম প্রতিরোধে সচেতন মূলক কাজ ও জীবানু নাশক স্প্রে  ক‌রেন আট‌টি গ্রা‌মে যথা ভায়া লক্ষীপুর, বু‌ধিরহাট, বাঁকরা, রায়পুর, পান্নাপাড়া, বা‌টিকামারী, যো‌গির‌ঘোপা, চকলক্ষীপুর, ডাকরা, বন‌কি‌শোর সহ আ‌রো অন্যান্য গ্রা‌মে  । জীবানু নাশক স্প্রে করেন বু‌ধির হাট ও ভায়ালক্ষীপুর গ্রা‌মের গ্রাম উন্নয়ন দ‌লের সম্পাদক মোঃ নুরুল ইসলাম ফাইলাল ও ইউ‌পি  সদস্য মোঃ শাহাকুল ইসলাম,বাঁকরা গ্রা‌মের গোলজার আলী ও র‌নি , রায়পুর গ্রা‌মে হারুল আলী, পান্নাপাড়া গ্রা‌মে মোঃ মামুনুর র‌শিদ ও রু‌বেল আলী, বা‌টিকামরী‌তে ইউ‌পি সদস্য মোঃ আবু তা‌লেব, ‌যো‌গির ঘোপা গ্রা‌মে মোঃ হুমায়ন আহা‌ম্মেদ ডাকরা গ্রা‌মে মোঃ ইউসুফ আলী, চকলক্ষীপুর গ্রা‌মে  কাজল, সজল মোকারম সহ আ‌রো অ‌নে‌কে। এছাড়াও বি‌ভিন্ন গ্রা‌মের এ‌কেবা‌রে পি‌ছি‌য়ে পড়া জন‌গো‌ষ্ঠি‌কে ক‌রোনা প্র‌তি রো‌ধে হাত ধোয়ার পদ্ধ‌তি শেখা‌নো ও সাবান ও মাস্ক বিতরন করা হয় দি হাঙ্গার প্র‌জেক্ট এর সহ‌যো‌গিতায়।

    উক্ত ইউ‌নিয়নে  জীবানুনাশক স্প্রে, মাস্কও সাবান বিতরন করার
    সহযোগিতা করার জন্য দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ কে ধন্যবাদ জানান ভায়ালক্ষীপুর ইউ‌পির চেয়ারম্যান শওকত আলী বুলবুল।এছাড়াও কার্যক্রম অব্যাহত রাখার জন্য দি হাঙ্গার প্র‌জেক্ট কে বিশেষভাবে অনুরোধ জানান।

    বি‌ভিন্ন গ্রা‌মে কাযক্রম টি প‌রিচালনা জন্য সার্বিক সহ‌যো‌গিতা ও সমন্বয় ক‌রেন দি হাঙ্গার প্র‌জেক্ট এর চারঘাট উপ‌জেলা সমন্বয়কারী মোঃ আশরাফুল ইসলাম সরকার ও কন্য‌াশিশু‌দের জন্য নিরাপদ বিদ্যালয় ক্য‌ম্পেই‌নের ক‌মিউ‌নি‌ট্ফ্যিা‌সি‌লি‌টেটর মোসাঃ রিয়া খাতুন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728