Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটের পাদুকা কারিগরদের চায়না প্রবাসীর খাদ্য সহায়তা


    আব্দুল মতিন, চারঘাট:
    গোটা বিশ্ব এখন মহামারি করোনা ভাইরাস আতঙ্কে স্তব্ধ। যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। সারা দেশের মানুষ এখন লকডাউন আছে,বাড়ি থেকে বের হতে পারছে না। চারঘাটের ঐতিহ্যবাহী কালুহাটির পাদুকা পল্লীতেও পড়েছে করোনার প্রভাব। পাদুকা পল্লীর কারিগররা করোনার কারনে বেকার হয়ে পড়েছেন। এতে করে বন্ধ হয়ে গেছে খেটে খাওয়া কারিগরদের জীবন সংগ্রাম।

    করোনার কারণে খেটে খাওয়া কর্মহীন অসহায় ও হতদরিদ্র পাদুকা কারিগরদের পাশে দাঁড়িয়েছেন চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলামের চাচা চারঘাটের কৃতি সন্তান চায়না প্রবাসী সমাজসেবী ইঞ্জিনিয়ার মুহাম্মদ সামসুল হক। তিনি তার ব্যাক্তিগত তহবিল থেকে পাদুকা পল্লীর ৪৩০ জন কারিগরকে সহযোগিতা করেছেন।

    মঙ্গলবার সকালে চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম তার চাচা ইঞ্জিনিয়ার মুহাম্মদ সামসুল হকের পক্ষ থেকে ৪৩০ জন পাদুকা কারিগরকে খাদ্য সামগ্রী প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর আ'লীগের সাধারন সম্পাদক একরামুল হক, নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামানসহ আ'লীগেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। করোনাভাইরাসের সংকটময় মুহূর্তে চায়না প্রবাসীর কাছে থেকে খাদ্য সামগ্রী পেয়ে খুশি পাদুকা কারিগররা।

    নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে কালুহাটি গ্রামের পাদুকা কারিগর রফিকুল ইসলাম বলেন, প্রতিবছর এই সময় আমাদের পাদুকা কারিগরদের প্রচন্ড কাজের চাপ থাকে। কিন্তু করোনার কারনে এবছর বেকার হয়ে বসে আছি। চায়না প্রবাসীর কাছে থেকে চাল-ডাল পেলাম। আমরা তার জন্য দোয়া করবো সারাজীবন।

    এ বিষয়ে চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম বলেন, করোনাভাইরাসের এই মহামারিতে সাধারণ খেটে খাওয়া কর্মহীন মানুষের করুণ অবস্থা চলছে। আমার চাচা চায়না প্রবাসী সামসুল হক তার নিজ তহবিল থেকে চারঘাটের খেটে খাওয়া কর্মহীনদের জন্য কিছু খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছেন। পর্যায়ক্রমে উপজেলার ২ হাজার পরিবারকে এ সহযোগিতা করা হবে।

    তিনি খাদ্য সামগ্রী বিতরনের সময় সাধারণ জনগণের উদ্দেশে বলেন, আপনারা করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে সরকারের সকল বিধি নিষেধ মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন, নিজেদের দূরত্ব বঝায় রাখুন। আপনাদের সচেতনতাই আপনারা সুস্থ্ থাকবেন। নিজে সুস্থ থাকুক, অন্যকেও সুস্থ রাখুন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728