চারঘাটে ছাত্রলীগ সভাপতি তুষারের নেতৃত্ব খাদ্যসামগ্রী বিতরন
নিজস্ব প্রতিবেদকঃ
করোনাভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া ২০০ জন কর্মহীন দিনমজুরকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। চারঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-মামুন তুষারের পক্ষ থেকে এসব খাবার বিতরণ করা হয়। গতকাল সোমবার চারঘাট পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন জায়গায় খাবার বিতরণ করতে দেখা গেছে। এসময় চাল, ডাল ও আলু বিতরন করা হয়।
জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী দিনমজুররা কাজকর্ম বন্ধ করে বাড়িতে অবস্থান করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চারঘাট উপজেলার কর্মহীন হয়ে পড়া দিনমজুরদের বাড়িতে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। ২০০ জন দিনমজুরের পরিবারকে চাল, ডাল ও আলুসহ এক সপ্তাহের খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে। এসব খাবার ছাত্রলীগ সভাপতি আল-মামুন তুষার, সহ-সভাপতি বাচ্চু আহমেদ, ছাত্রনেতা রুবেল,জুয়েল,কাউসারসহ আরো অনেকে বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করছেন।
এ ব্যাপারে আল-মামুন তুষার বলেন, দিনমজুররা আমাদের রাজনীতিবিদদের সম্বল। সুখে-দুঃখে তাদের সঙ্গে থাকা আমাদেরও প্রয়োজন। মরণব্যাধি করোনা নিয়ে দেশের এই বিপর্যস্ত সময়ে তাদেরকে সহযোগিতায় দলমত নির্বিশেষে সবার এগিয়ে আসা উচিত। মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ভাইয়ের নির্দেশে দিনমজুদের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। একই সঙ্গে ঘরে থেকে নিজে এবং অন্যকে সুস্থ রাখতে সবাইকে পরামর্শও দেওয়া হচ্ছে।

No comments