Header Ads

  • সর্বশেষ খবর

    রাজশাহী পুঠিয়ায় প্রথম এক ব্যক্তি করোনাই আক্রান্ত


    পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধি:
    রাজশাহীর পুঠিয়ায় উপজেলার জিউপাড়া  ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বগুড়াপাড়া  গ্রামের ইউসুফ আলী নামের ঢাকা ফেরত একব্যক্তি প্রথম করোনা আক্রান্ত হয়েছে। তিনি ওই এলাকার হায়দার আলীর ছেলে। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী সিভিল সার্জন ডাক্তার এনামুল হক বলেন, যারা ঢাকা নারায়ণগঞ্জ এলাকা থেকে ফিরে এসেছিল তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই নমুনা সংগ্রহ করা রিপোর্টটি তার পজেটিভ এসেছে। ওই ব্যক্তি করোনাই আক্রান্ত।
    উল্লেখ্য, তিনি দীর্ঘদিন যাবৎ ঢাকা শ্যামলীতে ফুটপাতে দর্জি কাজ করতেন। গত ৩ এপ্রিল তিনি তার প্রতিবেশী ড্রাইভার মিজানের সাথে  ট্রাকের কেবিনে বসে একসাথে বাড়িতে এসে অবস্থান করা কালে, করোনাভাইরাস এর উপসর্গ দেখা দেয়। গত ৯ এপ্রিল পুঠিয়া উপজেলা মেডিকেলের চার সদস্যের টিম তার বাড়িতে গিয়ে তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রোববার করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ আসে। ব্যক্তিগত জীবনে তিনি বর্তমান একা, তার ছোট বোন, ভাগ্নের সাথে থাকে এবং পাশে তার আপন দুই ভাই, দুই ভাইয়ের স্ত্রী, সন্তান সবমিলিয়ে ১৪ জন বসবাস করেন। পুঠিয়ার মেডিকেল অফিসার জান্নাতুল ফেরদৌস জানান, তার চিকিৎসা তার বাড়িতে না মেডিকেল আইসোলেশন হবে। সেই সংক্রান্ত পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হতে মেডিকেল টিম তার বাড়িতে এখনই যাবে। উল্লেখিত ঘটনা নিয়ে এলাকায় সাধারণ লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এলাকার মসজিদের মাইক হতে প্রতিটি পরিবারকে নিজ নিজ ঘরে থাকার জন্য আহবান জানিয়েছে।
    এ ব্যাপারে সহকারী কমশিনার ভূমি রুমানা আফরোজ বলেন, সংক্রমিত রোগী বর্তমানে বাড়িতে আছে। কিছুক্ষনের মধ্যে তাকে রামেক হাসপাতালের আইসোলেশনে পাঠানো হবে। 

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728