Header Ads

  • সর্বশেষ খবর

    ২৪ ঘণ্টায় পুলিশে করোনায় আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড


    নিউজ ডেস্ক:
    প্রাণঘাতি করোনা প্রতিরোধে মাঠের সম্মুখযোদ্ধা পুলিশের নতুন করে ২৪১ সদস্য আক্রান্ত হয়েছেন। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৮২ জনে দাঁড়িয়েছে।

    আজ শনিবার পুলিশের কন্ট্রোল রুম সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ সংখ্যা রাজধানী ঢাকাসহ সারাদেশের সকল পুলিশ ইউনিটের। এর আগে গত ১১ মে একদিনে সর্বোচ্চ ২০৭ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছিলেন।

    জানা গেছে, আক্রান্তরা অধিকাংশই মাঠপর্যায়ের পুলিশ সদস্য। যেখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশেরই (ডিএমপি) এক হাজার ৪১ সদস্য। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৩৬১ পুলিশ সদস্য। প্রাণ হারিয়েছেন সাতজন।

    ডিএমপির পক্ষ থেকে জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দু’জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

    এছাড়া, করোনা আক্রান্ত পুলিশ কর্মকর্তাদের দেখভালে উচ্চপদস্থ পরিদর্শন টিম গঠন করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। তারা নিয়মিত পুলিশ সদস্যদের খোঁজখবর রাখছেন।

    এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৬ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৩১৪ জনে ঠেকেছে। একইসময়ে আক্রান্ত হয়েছেন ৯৩০ জন। এ নিয়ে দেশে করোনাক্রান্ত রোগীর সংখ্যা ২১ হাজার ছুঁই ছুঁই। ##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728