আগামী সপ্তাহে আঘাত হানবে ঘূর্ণিঝড় আম্ফান
নিউজ ডেস্ক:
ধেঁয়ে আসছে ঘূর্ণিঝড় আম্ফান। আগামী সপ্তাহেই এটি ভারত এবং বাংলাদেশের ওপর আঘাত হানতে পারে। ফলেউত্তর ভারত মহাসাগরে এটাই হবে চলতি বছরের প্রথম শক্তিশালী ঘূর্ণিঝড়।
আগামী সপ্তাহে বঙ্গোপসাগর দিয়ে আম্ফান নামে একটি ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার প্রভাব বাংলাদেশ ও ভারতের উপরে পড়বে। ঘূর্ণিঝড়ে দুই দেশেই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আম্ফান নামে ওই ঘূর্ণিঝড়টি উত্তর ভারত মহাসাগরের উপরে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০২০ সালে প্রথম ওই এলাকা দিয়ে বয়ে যাওয়া কোনো ঘূর্ণিঝড় হতে পারে এটি। মূলত এপ্রিলের শেষ থেকে সাগরে বাসা বাঁধার চেষ্টা চালাচ্ছিল ঘূর্ণিঝড়টি।
No comments