Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাট-বাঘায় আম পাড়া শুরু হলেও উৎসব-আমেজ নেই

    ফাইল ফটো


    নিজস্ব প্রতিবেদক:
    প্রশাসনের বেধে দেয়া সময় অনুযায়ী রাজশাহীর চারঘাট-বাঘায় আজ শুক্রবার থেকে শুরু হয়েছে আম পাড়া। তবে এখনো আম পাড়া নিয়ে প্রস্তুতি শুরু হয়নি চাষি ও ব্যবসায়ীদের। ফলে আম পাড়া শুরুর প্রথম দিনেও চাষী-ব্যবসায়ীদের মাঝে কোনো উৎসব-আমেজ লক্ষ্য করা যায়নি।

    স্থানীয়রা জানান, রাজশাহী আমের জন্য বিখ্যাত হলেও মুলত চারঘাট-বাঘার আম নিয়ে রাজশাহী আমের জন্য বিখ্যাত। তাই আম মৌসুমকে ঘিরে ব্যবসায়ী ও চাষিরা ছাড়াও আমের সঙ্গে সংশ্লিষ্টরা আগে ভাগেই নিতেন প্রস্তুতি। কিন্তু এ বছর তেমনটি লক্ষ্য করা যাচ্ছে না। কারন হিসেবে স্থানীয়দের ভাষ্য প্রানঘাতি করোনা ভাইরাস আতঙ্কে গোটা দেশ যখন উত্তাল। ঠিক এমন সময় আম পাড়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

    যানবাহনসহ সব ধরনের যোগাযোগ রয়েছে বিছিন্ন। তাছাড়া জরুরী কাজ ছাড়া বাড়ীর বাইরে বের হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ থাকায় আম কারা ক্রয় করবেন, কারা আম নিয়ে যাবেন। এমন অনিশ্চয়তার মধ্যে এখনো মৌসুমী আম ক্রেতারা। অন্য দিকে আম বাজারজাত করতে চারঘাট উপজেলার পিরোজপুরে অন্য বছর আমের টুকরী বানাতে ব্যস্ত থাকতো এখানকার প্রায় শতাধিক পরিবার। কিন্তু এ বছর তাদের মাঝেও নেই কোন ধরনের প্রস্তুতি। তারা চরম সংশয়ের মধ্যে দিয়ে কিছু টুকরী বানালেও সেগুলো বিক্রি করতে পারেননি তারা।

    ফলে তাদের মধ্যেও রয়েছে এক ধরনের অনিশ্চয়তা। উপজেলার অনুপমপুর এলাকার আম ব্যবসায়ী তহিদুল ইসলাম বলেন, প্রতি বছর আম পাড়া শুরু হওয়ার আগে থেকেই চাষি ও ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের ব্যস্ততা তৈরী হতো। কিন্তু এ বছর প্রানঘাতি করোনা ভাইরাসের মধ্যে আম চালান দেয়া নিয়ে রয়েছে সংশয়। ফলে আম পাড়া শুরুর তারিখ ঘোষনা হলেও প্রস্তুতি নেয়া সম্ভব হয়নি। উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের জসিম উদ্দীন বলেন, প্রতিবছর আম পাড়া শুরুর প্রথম দিন থেকেই আম চাষি ও ব্যবসায়ীদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।

    কিন্তু করোনা মহামারীর কারনে এবার উৎসব কিংবা ব্যস্ততা কোনটাই নেই। তবে চাষি এবং ব্যবসায়ীরা আশা করছেন কিছুদিনের মধ্যেই তারা প্রতিবারের মত আনন্দের সাথে আম পাড়া শুরু করতে পারবেন। চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মুনজুর রহমান জানান, এ বছর চারঘাটে পর্যাপ্ত আম বাগানে আম এসেছে। এতে আমের বাম্পার ফলন পেয়েছেন চাষিরা। তবে করোনা ভাইরাস আতঙ্কে মৌসুমী আম চাষি ও ব্যবসায়ীরা এখনো বাগান কিনতে শুরু করেননি। তবে তিনি আশা করেন এবার আম চাষি ও ব্যবসায়ীরা লাভবান হবেন।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728