ঈদ পর্যন্ত রাজশাহীর সকল মার্কেট বন্ধের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস সংক্রমণ রোধে ঈদ পর্যন্ত রাজশাহীর সকল মার্কেট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শুক্রবার রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে যৌথ সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সরেজমিন গিয়ে দেখা গেছে, সারাদেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠলেও রাজশাহী শহর রয়েছে আজ সকাল পর্যন্ত করোনামুক্ত ছিল। তবে দুপুরে একজনের করোনা শনাক্ত হয়।
এই অবস্থায় সরকার মার্কেট খোলার অনুমতি দিলেও রাজশাহীর প্রশাসন ঈদের আগে মার্কেট খোলার অনুমতি প্রত্যাহার করে নেয়। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাসহ ব্যবসায়ী নেতারা।##
No comments