Header Ads

  • সর্বশেষ খবর

    ১০ টাকা কেজি চাল বিতরণের নতুন তালিকা তৈরির নির্দেশ


    নিউজ ডেস্ক:
    প্রকৃত গরিব ও দুঃস্থরা, যারা মূলত ১০ টাকা কেজি চাল পাওয়ার যোগ্য, তাদের অন্তর্ভুক্ত করে নতুন তালিকা তৈরির নির্দেশ দিয়েছে সরকার।

    খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার তার সরকারি বাসভবন থেকে ঢাকা বিভাগের জেলাগুলোর জেলা প্রশাসক এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সরকারি এই নির্দেশনার কথা জানান ।

    খাদ্যমন্ত্রী বলেন, এই তালিকা করতে যেকোনো প্রকার হুমকি-ধমকিকে ভয় না করে, স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে প্রকৃত গরিব ও দুস্থদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন মন্ত্রী।

    উল্লেখ্য, ২০১৬ সালে খাদ্যবান্ধব কর্মসূচি চালু করে সরকার। এর আওতায় সারাদেশে বছরে ৫ মাস ৫০ লাখ পরিবারকে কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজিতে মাসে ৩০ কেজি করে চাল দেয়া হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে এই তালিকায় থাকা সুবিধাভোগীদের নিয়ে অভিযোগ আসায় মন্ত্রী অতি দ্রুত তালিকা যাচাই-বাছাই করে প্রকৃত গরিব ও দুস্থদের নাম অন্তর্ভুক্ত করে নতুন তালিকা তৈরি করতে নির্দেশ দিয়েছেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728