Header Ads

  • সর্বশেষ খবর

    শিল্পীদের ঈদ বোনাস দেবে শিল্পী সমিতি


    বিনোদন ডেস্ক:
    মহামারি করোনার কারণে চলচ্চিত্রের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন অসচ্ছল শিল্পীরা। এরই মধ্যে চলচ্চিত্র শিল্পী সমিতি তাদের একাধিকবার সহযোগিতা করেছে। এবার অসচ্ছল শিল্পীদের ঈদ বোনাস দেবে শিল্পী সমিতি। রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
    এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘করোনার শুরু থেকে শিল্পীদের পাশে থেকেছি। এবার যাতে ঈদ উদযাপন ভালোভাবে করতে, সেজন্য আমরা ঈদ বোনাস পৌঁছে দিচ্ছি। আশা করছি, এই অর্থ দিয়ে তারা ভালোভাবে ঈদ করতে পারবেন।’

    ষষ্ঠবারের মতো অসচ্ছল শিল্পীদের সহযোগিতা করছে শিল্পী সমিতি। এর আগে বাংলাদেশ চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতি (সিডাব), ক্যামেরাম্যান সমিতি, ড্রেসম্যান সমিতিতে আর্থিক সহায়তা করে শিল্পী সমিতি। এতে সহযোগিতা করেন চিত্রনায়িকা নিপুণ। এ সময় উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, চিত্রনায়ক সাইমন সাদিক, জয় চৌধুরী, মারুফ আকিব ও জেসমিন।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728