চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করায় গাছে বাঁধা দুই যুবক ।। rajshahirdorpon24
![]() |
চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করায় গাছে বাঁধা দুই যুবক ।। rajshahirdorpon24 |
নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণচেষ্টার সময় ধরা পড়েছেন দুই যুবক।
তারা হলেন- মো. সুমন (২৬) ও জাহিদ হোসেন (২২)। শিশুকে ধর্ষণচেষ্টার সময় হাতেনাতে তাদের ধরে পুলিশে দেয় এলাকাবাসী। পরে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
সোমবার (১৫ জুন) সন্ধ্যায় উপজেলার এওজবালিয়া ইউনিয়নের চর শুল্লুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় চর শুল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
আটককৃতরা হলেন- চর শুল্লুকিয়া গ্রামের জাহাঙ্গীর ড্রাইভার বাড়ির আবুল হোসেনের মেয়ের জামাই মো. সুমন ও একই বাড়ির জাহাঙ্গীর ড্রাইভারের ছেলে জাহিদ হোসেন।
স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে প্রতিবেশী জাহাঙ্গীর ড্রাইভার বাড়ির আবুল হোসেনের ঘরে টেলিভিশন দেখতে যায় ওই স্কুলছাত্রী। এ সময় পাশে থাকা আবুল হোসেনের মেয়ে ঘরের বাইরে গেলে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান সুমন। একই সময় ঘরে ঢুকে ধর্ষণচেষ্টায় সহায়তা করেন জাহিদ। এ সময় ছাত্রীর চিৎকারে বাড়ির লোকজন দুই যুবককে হাতেনাতে ধরে ফেলেন। পরে বাড়ির পাশে তাদের দুইজনকে গাছে বেঁধে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা।
সুধারাম মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।##
No comments