সাভারের চারজনের লাশ উদ্ধার!||rajshahirdorpon24
![]() |
সাভারের চারজনের লাশ উদ্ধার! |
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি:
পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়া থেকে চার জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুন) সকালে এসব লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে সাভারের কোর্টবাড়ি এলাকায় একটি বাড়ি থেকে এক নারীর ঝুলন্ত উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
অন্যদিকে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করে পুলিশ। অপরদিকে আশুলিয়ার শিমুলতলা এলাকায় দেওয়াল চাপা পড়ে এক নারী শ্রমিকের মৃত্যু হলে পুলিশ তার লাশ উদ্ধার করে।
এছাড়া আশুলিয়ার মড়াগাং এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। চার জনের মধ্যে দুই জন সড়ক দুর্ঘটনা একজন দেওয়াল চাপা ও অপরজন আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ গুলো রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে বলে পুলিশ জানিয়েছে।
No comments