বাগমারায় গণহত্যা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা আ’লীগের উদ্যোগে গণহত্যা দিবস পালিত। ১৯৭১ সালের ২৫ মার্চ নিরস্ত্র বাঙ্গালীর উপর নির্মম ভাবে হত্যাযজ্ঞ চালিয়ে হত্যা করে নিরীহ মানুষদের। তাঁদের স্মরণে সোমবার সকালে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।
পরে দলীয় কার্যালয়ে ২৫ মার্চের কালোরাত্রে যারা নির্মম ভাবে হত্যাকান্ডের শিকার হয়েছিল সে সকল শহীদদের স্মরণে স্মৃতিচারণ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মহসিন আলী, কার্যকরী কমিটির সদস্য কাউন্সিলর হাচেন আলী, আব্দুল বারীক, শুভযাঙ্গা ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমরেশ কুমার সরকার, বাসুপাড়া ইউনিয়ন আ’লীগের প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, শামীম আল মামুন, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক জহুরুল ইসরাম বাবু, উপাজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সহ-সভাপতি ইসমাইল হোসেন সান্টু, ছাত্রলীগ নেতা এনামুল হক, নাইম আদনান প্রমুখ। আলোচনা শেষে ২৫ মার্চের কালোরাতে নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
No comments