রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে আটক -৪২
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে ৪২জনকে আটক করেছে পুলিশ। গত রবিবার দিবাগত রাত থেকে শুরু করে আজ সোমবার ভোর পর্যন্ত চলা অ।ভিযানে তাদের আটক করা হয়।
অভিযান চলাকালীন সময় থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৯ জন, রাজপাড়া থানা-০৪ জন, চন্দ্রিমা থানা-০৪ জন, মতিহার থানা-০৩ জন, কাটাখালি থানা-০৪ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০২ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৭ জন, দামকুড়া থানা-০৪ জন ও ডিবি পুলিশ-০১ জনকে আটক করে। যার মধ্যে ১৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৯ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ শ্রী মোহন কর(২০), শ্রী প্রবীর দত্ত(১৯) দ্বয়কে ১৭ পিস ইয়াবাসহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ মোঃ মেহেদী হাসান(২১) কে ৮পিস ইয়াবাসহ আটক করে, মোঃ মাসুদুল হাসান দারা(৩৫)কে ৭ গ্রাম হেরোইনসহ আটক করে। পবা থানা পুলিশ মোঃ সাইদুর(৩০) কে ৬০ গ্রাম গাঁজাসহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ মোঃ শুভ ইসলাম(৩২) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে। দামকুড়া থানা পুলিশ মোঃ কামরুজ্জামান সুইট(২৪)কে ৫৫ পিস ইয়াবাসহ আটক করে, মোঃ ইমন (১৯)কে ৩বোতল ফেন্সিডিলসহ আটক করে ও ডিবি পুলিশ মোঃ রিমোন আলী (২০) কে ০৪ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
আরএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ ইফতেখায়ের আলম বলেন, নগরীতে পুলিশের চলমান অভিযানে উপরোক্ত ব্যক্তিদের বিভিন্ন আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টার দিকে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
No comments