রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-১
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মোঃ দুলাল হোসেন (৩৭) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গতকাল শুক্রবার দিবাগত রাত দেড় টার দিকে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল চারঘাট থানাধীন জয়পুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ১হাজার ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ দুলাল হোসেন রাজশাহী নগরীরর চন্দ্রিমা থানাধিন শিরোইল রেলওয়ে কলোনীর মোঃ খলিলুর রহমানের ছেলে। এ বিষয়ে আটককৃত মাদক ব্যবসায়ী দুলালের বিরুদ্দে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় র্যাব-৫।
No comments