Header Ads

  • সর্বশেষ খবর

    রাজশাহীতে ভোট গ্রহণ চলছে




    নিজস্ব প্রতিবেদক : পঞ্চম উপজেলা নির্বাচনে রাজশাহীতে ভোট গ্রহণ চলছে। রোববার সকাল ৮ টার দিকে প্রত্যেকটি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়। তবে সকাল থেকে জেলার আটটি উপজেলার অধিকাংশ কেন্দ্র প্রায় ফাঁকা দেখা গেছে। কোথাও কোথাও নারী-পুরুষদের লম্বা লাইনো চোখে পড়েছে।
    গোদাগাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, একটি লাইনে জনা বিশেক ভোটার দাঁড়িয়ে আছেন। আর অন্য লাইনগুলো প্রায়ই ফাঁকা। কেন্দ্রের বাইরেও কোনো হৈ চৈ নাই।
    ভোটারদের মাঝেও তেমন কোনো নির্বাচনকেন্দ্রীক উৎসাহ না থাকায় অনেকটা নিরুত্তাপ ভোট গ্রহণ চলছে গোদাগাড়ীতে।
    জেলার দুর্গাপুর, পুঠিয়া, বাগমারা, চারঘাট, বাঘা, মোহনপুর ও তানোরেও একই অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে।
    এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে দুর্গাপুর, বাগমারা, তানোর ও গোদাগাড়ীতে এই অবস্থা বিরাজ করছে।
    বাগমারা উপজেলাতে রয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। এ নিয়েই বেশি উত্তেজনা দুই পক্ষের মধ্যে।
    আবার তানোরে ওয়াকার্স পার্টির মনোনীত প্রার্থীকে ঠেকাতে মরিয়া এমপি ফারুকের সমর্থকরা। জেলার আটটি উপজেলার মধ্যে ছয়টিতে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে। দুটিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আগেই চেয়ারম্যান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর জেলার পবা উপজেলায় ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
    নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, নির্বাচন সুষ্ঠ করতে ব্যাপক পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। তারা কাজ করছে সকাল থেকেই। তিনি বলেন, নির্বিচন সুষ্ঠ করতে সব চেষ্টা চলছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728