গোদাগাড়ীতে রাতে ভোটকেন্দ্র থেকে যুবলীগ নেতা আটক
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে ভোট কেন্দ্র থেকে এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। ভোটের আগের রাত সাড়ে ৯টার দিকে প্রেমতলি কেন্দ্র গিয়ে প্রিজায়টিং অফিসারের কাছে নৌকায় সিল মারার সুযোগ দাবি করলে ভ্রাম্যমাণ আদালত তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে নিয়ে যায়। তবে রাত ১১টা পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত তার বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানা গেছে।
আটক ওই যুবলীগ নেতার নাম মহিদুল ইসলাম আপেল। তিনি উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি।
গোদাগাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটানিং অফিসার মশিউর রহমান জানান, মহিদুল ইসলাম আপেল নামের একজন প্রেমতলি ভোট কেন্দ্রে গিয়ে প্রিজায়টিং অফিসারের কাছে ব্যালট পেপারে সিল দেয়ার সুযোগ চেয়েছিল। এ সময় সেখান থেকে বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়। খবর পেয়ে দ্রুত সেখানে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে তাকে আটক করে উপজলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায়।
No comments