চারঘাটে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু
নিজস্ব প্রতিবেদক,চারঘাট : নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” প্রতিপাদ্য বিষয় সামনে রেখে রাজশাহীর চারঘাটে 'মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’ শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন র্যালির নেতৃত্বদানকারী উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।
তিনি চারঘাট বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জনা পরিস্কারের মধ্য দিয়ে 'মশক নিধন ও পরিচ্ছন্নতা' সপ্তাহের সূচনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহম্মেদ, সহকারী শিক্ষা অফিসার লুৎফর রহমান, ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা, চারঘাট রিপোটার্স ক্লাবের সভাপতি কামরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রায়হানুল হক রানা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা নিজে বাঁচতে এবং গোটা সমাজকে বাঁচাতে সমাজের সকল স্তরের জনসাধারনের মশক নিধন ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা এবং সহযোগিতা কামনা করেন।

No comments