পুঠিয়ায় বজ্রপাতে কৃষক নিহত
পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় মাঠে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে আবদুল মান্নান (২৮) নামের এক জন কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় নিহতের বড় ভাই আকরাম হোসেন (৩০) গুরুত্বর আহত হয়েছে। স্থানীয় লোকজন তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
বুধবার দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে এ বজ্রপাতের র্ঘটনাটি ঘটে। নিহত আবদুল মান্নান ও আহত আকরাম হোসেন ওই গ্রামের আছের উদ্দীনের ছেলে।
শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বজ্রপাতের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিদিনের ন্যায় আজও দুই ভাই বিলে কাজ করতে যায়। কাজের ফাঁকে দুপুরে তারা দুই ভাই জমির পাশে বসে ভাত খাচ্ছিল। সে সময় হালকা বৃষ্টির সাথে বজ্রপাত ঘটে। বজ্রঘাতে ঘটনাস্থলেই ছোট ভাই আবদুল মান্নানের মৃত্যু হয়। অপরদিকে বড় ভাই আকরাম আলীর শরীর ঝলসে যায়।

No comments