চারঘাটে ৫০২ বোতল ফেনসিডিল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাট সীমান্তে ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। আজ শনিবার দুপুরে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি), রাজশাহীর চারঘাট বিওপি এলাকা থেকে জব্দ করা হয়।
বিজিবি জানায়, চারঘাটের অচিনতলা পদ্মারচর এলাকায় টহল পরিচালনা করে ৫০২ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৮৩০ টাকা।
বিজিবি আরো জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক বা সনাক্ত করতে পারেনি টহল দল। জব্দকৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করে তা পরবর্তীতে জনসম্মুখে ধংস করা হবে।
No comments