গুজবে কান না দিতে চারঘাটে স্কুলে স্কুলে পুলিশের প্রচারণা
নিজস্ব প্রতিবেদক,চারঘাট : সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও বিভিন্ন এলাকায় ছেলে ধরা ও গলা কাটা আতংক দেখা দেয়ায় গুজবে কান না দিতে এবং এ আতংক দুর করার লক্ষ্যে বুধবার উপজেলার বিভিন্ন স্কুলে প্রচারনা চালিয়েছে চারঘাট মডেল থানা পুলিশ।
চারঘাট মডেল থানা’র ওসি নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম উপজেলার প্রায় ২০ টি স্কুলে প্রচারনা চালায়।এসময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের কে মিথ্যা গুজবে আতংকিত না হওয়ার আহবান জানানো হয়।
জানা যায়, পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে’ এই গুজবকে কেন্দ্র করে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি রোধে চারঘাট উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ছাত্র-ছাত্রীদের মাঝে সৃষ্ট ভয়-ভীতি দূর করা ও সচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করছে পুলিশ।
এ সময় চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গুজবে বিভ্রান্ত হয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে হত্যা করা ফৌজদারী অপরাধ। ছেলেধরা সন্দেহে কাউকে যদি সন্দেহ হয় তাহলে পুলিশকে জানানোর আহবান জানাচ্ছি। তিনি গুজব রোধে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবকগণের সহযোগিতা কামনা করেন।
এসময় ছেলে ধরা সন্দেহ হলে বাংলাদেশ পুলিশের জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’এ তথ্য দিয়েও সহযোগিতা করার জন্য আহবান জানানো হয়।
উল্লেখ্য, গত রোববার থেকে উপজেলার বিভিন্ন জায়গায় মাইকিং এর মাধ্যমে প্রচারনা কাজ শুরু করে চারঘাট মডেল থানা পুলিশ।

No comments