২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতের স্মরনে বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত
নিজস্ব প্রতিবেদক,বাঘা :
রাজশাহীর বাঘায় ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ বাঘা উপজেলা শাখা এর আয়োজন করে। বুধবার (২১-৮-১৯) বাদ আছর বাঘা মাজার মসজিদ প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফুল হাসনাত মাহমুদ রফিজ। সংগঠনটির সাধারন সম্পাদক ইলিয়াস আহম্মেদ সোনার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, বাঘা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকানুজ্জান রিন্টু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম মুন্টু, অধ্যক্ষ নসিম উদ্দিন, মাসুদ রানা তিলু প্রমুখ।
আলোচনাকালে বক্তরা বলেন,২১আগষ্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বোরোচিত গ্রেনেড হামলা করা হয়েছিল। জননেত্রী শেখ হাসিনা বেঁচে গেলেও নিহত হয়েছেন আইভি রহমানসহ অনেকে। আলোচনা সভা শেষে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন মাজার মসজিদের ইমাম হাফেজ মহসীন আলী।

No comments