বাঘায় এক যুবককে কুপিয়ে জখম করেছে দুষ্কৃতিরা!
নিজস্ব প্রতিবেদক,বাঘা:
রাজশাহীর বাঘায় আজমল (২২) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুষ্কৃতিকারিরা। বাপ্পি নামের একজনকে মীরগঞ্জ এলাকায় রেখে বাড়িতে ফেরার পথে অতর্কিত হামালা চালিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার (২১-৮-১৯) রাতে উপজেলার মনিগ্রাম এলকায় এই ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে বাঘা হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আজমল বাঘা পৌর এলাকার নজরুল ইসলামের ছেলে। এ বিষয়ে ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সুত্রে জানা যায়, বুধবার (২১-৮-১৯) রাত সাড়ে এগারোটার দিকে বাঘা বাস ষ্ট্যান্ড থেকে মোটরসাইকেল যোগে এমআলী বাস মালিকের ছেলে রাব্বিকে মীরগঞ্জ এলকায় তার শ্বশুর বাড়ি রেখে নিজ গ্রামে ফিরছিল আজমল। পথি মধ্যে উপজেলার মনিগ্রাম বাজারের পশ্চিমে তার মোটরসাইকেলের গতি রোধ করে সংঘবদ্ধ দলের ১০/১১ জন দুস্কৃতিকারি অতর্কিত হামলা চালিয়ে চাইনিচ কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্নস্থানে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এতে বাম ও ডান হাতের কনুইসহ শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত জখম হয়। এছাড়াও তার ব্যবহৃত মোটারসাইকেলটি ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ সুত্রে জানা গেছে।
এ ঘটনায় আজমলের পিতা নজরুল বাদি হয়ে দক্ষিন মিলিকবাঘা গ্রামের কামরুল ড্রাইভারের ছেলে রুবেল রানা (২৩), উত্তর মিলিক বাঘা গ্রামের উজির প্রামানিকের ছেলে ফারুক হোসেন (২১), একরামুলের ছেলে আল আমিন (২৩), চকছাতারি গ্রামের আজদারের ছেলে রাব্বি (২৩),জিরাইলের ছেলে সাহেদ (২২) ও মনিগ্রাম দক্ষিন পাড়ার সাকিল(২২)’র নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
প্রতিপক্ষ রুবেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এর আগে তাকেসহ সবুজকে কুপিয়ে জখম করেছিল আজমল ও তার দুইভাইসহ কয়েকজন। তবে ওই সময়ের ঘটনায় আজমল জড়িত ছিলনা বলে দাবি করেছেন তার পিতা নজরুল ইসলাম।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর দুষ্কৃতিকারিরা পালিয়ে গেছে। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

No comments