Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে বজ্রপাতে একজনের মৃত্যু




    নিজস্ব প্রতিবেদক, চারঘাট
    রাজশাহীর চারঘাট উপজেলায় বজ্রপাতে আসলাম আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার পরানপুর ইউনিয়নের বামনিদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসলাম আলী ওই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
    এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে আসলাম আলী তার বাড়ির পাশের মাঠে নাতিকে সাথে নিয়ে খেজুরের শুকনা ডাল কাটতে যায়। তিনি খেজুর গাছের মাথায় উঠলেই বিকট শব্দে বজ্রপাত হয়ে তিনি মাটিতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
    এ ব্যাপারে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক চন্দনা কর্মকার বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই আসলাম আলী মারা গেছেন'।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728