চারঘাটে ঈদ আন্দদে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল খেলা অনুষ্ঠিত ৷
নিজস্ব প্রতিবেদক,চারঘাট:
রাজশাহী চারঘাট পুঠিমারী স্কুল মাঠে আজ শুক্রবার বিকাল ৪.৩০ ঘটিকায় বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত হয়েছে ৷
খেলাটির পরিচালনায় ও তত্তাবধানে দায়িক্ত পালন করেন ডা:মহাম্মদ মাহামুদুল হাসান তুষার ৷
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেল,জোতরঘু জামে মসজিদের সভাপতি ও বাংলাদেশ ড্রিম হাউজ ফ্রাউনড্রেশনের চেয়াম্যান ডা:মহাম্মদ মোস্তফা কামাল ৷
বিশেষ অতিথি বিসেবে উপস্হিত ছিলেন, ৬নং ভায়ালক্ষীপুর ইউনিয়ন ৩নং ওয়াড আওয়ামী...লীগের সাধারণ সম্পাদক, মহাম্মদ মকছেদ আলী, লায়েব আলী,তালেব বেম্বার,মহাম্মদ টিপু সুলতান,হান্নান মাষ্টার,জাহাঙ্গীর ও সাংবাদিক আব্দুল মতিনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা উপস্হিত ছিলেন ৷
রাজশাহী চারঘাট পুঠিমারী স্কুল মাঠে আজ শুক্রবার বিকাল ৪.৩০ ঘটিকায় বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত হয়েছে ৷
খেলাটির পরিচালনায় ও তত্তাবধানে দায়িক্ত পালন করেন ডা:মহাম্মদ মাহামুদুল হাসান তুষার ৷
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেল,জোতরঘু জামে মসজিদের সভাপতি ও বাংলাদেশ ড্রিম হাউজ ফ্রাউনড্রেশনের চেয়াম্যান ডা:মহাম্মদ মোস্তফা কামাল ৷
বিশেষ অতিথি বিসেবে উপস্হিত ছিলেন, ৬নং ভায়ালক্ষীপুর ইউনিয়ন ৩নং ওয়াড আওয়ামী...লীগের সাধারণ সম্পাদক, মহাম্মদ মকছেদ আলী, লায়েব আলী,তালেব বেম্বার,মহাম্মদ টিপু সুলতান,হান্নান মাষ্টার,জাহাঙ্গীর ও সাংবাদিক আব্দুল মতিনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা উপস্হিত ছিলেন ৷
খেলাটি বিবাহিত ও অবিবাহিত ২-১ গোলে বিবাহিতকে পরাজিত করে অবিবাহিত ৷ খেলার শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন জোতরঘু জামে মসজিদের সভাপতি ও বাংলাদেশ ড্রিম হাউজ ফ্রাউনড্রেশনের চেয়াম্যান ডা:মহাম্মদ মোস্তফা কামাল ৷

No comments