Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় ভোট উৎসব শুরু হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে, ১৪ অক্টোবর নির্বাচন !



    বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ ষোল বছর পর রাজশাহীর বাঘায় উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের অনুষ্ঠিতব্য নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহসপতিবার (১২-৯-১৯) বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দিয়েছেন চেয়ারম্যান পদে ৩৪ জন, সংরক্ষিত সদস্য ৬৮ ও সাধারন সদস্য পদে ১৯৯জন । এর মধ্যে বাজু বাঘা ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৩জন, সংরক্ষিত সদস্য পদে ১৪জন ও সাধারন সদস্য পদে ৩৭জন। গড়গড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদে ১১জন, সংরক্ষিত সদস্য পদে ১৭জন ও সাধারন সদস্য পদে ৪৯জন। পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ৪জন, সংরক্ষিত সদস্য পদে ১৪জন ও সাধারন সদস্য পদে ৪৭জন। মনিগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন, সংরক্ষিত সদস্য পদে ২৩জন ও সাধারন সদস্য পদে ৫৬জন। প্রার্র্থীদের নিজ নিজ পক্ষের লোকজন নিয়ে মনোনযনপত্র জমা দেন তারা। বৃহসপতিবার রাত সাড়ে ৮টায় এ তথ্য জানান উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুজিবুল আলম । তবে প্রার্থীদের নাম জানাতে পারেননি তিনি। নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের মেয়াদ পুর্তির আগে উপজেলার ৭ টি ইউনিয়নের মধ্যে চারটির কিছু অংশ নিয়ে পৌরসভার সীমানা সম্প্রসারন করা হয়। এনিয়ে বিভিন্ন সময়ে মামলার জটিলতায় থমকে যায় চার ইউপি র্নিবাচন। এ মামলা খারিজ হয় প্রায় ১৬ বছর পর। তবে সব কিছুর অবসান ঘটিয়ে আগামী ১৪ অক্টোবর চার ইউনিয়নের কাঙ্খিত নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে। ১৫ সেপ্টেম্বর যাচাই-বাছাই, ২২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার। নির্বাচনকে সামনে রেখে উৎসবের আমেজ দেখা গেছে, প্রার্থী ও ভোটারদের মধ্যে। তফশিল ঘোষনার পর , চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারন সদস্য প্রার্থীরা ভোটের মাঠে দৌড়ঝাপ শুরু করেছে। হাট বাজার চায়ের ষ্টলসহ বিভিন্ন মোড়ে মোড়ে শুধুই ভোটের আলোচনা। র্নিবাচনী আমেজ ছড়িয়ে পড়েছে প্রার্থী,সমর্থক ও ভোটারদের মাঝে। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগের একাধিক প্রার্থী। সেই তুলনায় বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে কম। ।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728