বাঘায় ৪২ হাজার টাকা মূল্যের ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি
নিজস্ব প্রতিবেদক,বাঘা :
রাজশাহীর বাঘায় উপজেলার আলাইপুর নাপিতের মোড় এলাকা থেকে ১২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি। আজ শুক্রবার (১৩-৯-১৯) রাত সোয়া ২ টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি), এর আলাইপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আবু তালেব ও সঙ্গীয় ফোর্স নিয়ে ওই ১২ কেজি গাাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ৪২ হাজার ১০ টাকা।
সুবেদার আবু তালেব জানান, গোপন সংবাদ সুত্রে সেখানে অভিযান চালানো হয়। তাদের উপস্থিতি টের পেয়ে গাঁজা ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। গাঁজাগুলো ভারত থেকে আমদানি করা হয়েছিল। উদ্ধারকৃত গাঁজা সিজার ষ্টোরে জমা করে পরবর্তীতে জনসম্মুখে ধংস করা হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

No comments