চারঘাটে ফেন্সিডিলসহ মাদক ব্যাবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক,চারঘাট:
রাজশাহীর চারঘাটে ১৪৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যাবসায়ীর নাম সুমন হোসেন (২৬)। সে থানাধীন মুক্তারপুর দফাদারপাড়া গ্রামের মহসিন আলীর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তি চারঘাট মডেল থানার ওসি(তদন্ত) আব্দুল বারীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে থানাধীন হলিদাগাছী তালতলায় অভিযান চালায়। এ সময় সুমন হোসেনের কাছে থাকা একটি সাদা বস্তার ভেতর থেকে ১৪৫ বোতল ফেন্সিডিল উদ্বার করা হয়।
চারঘাট মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল বারী বলেন, আটককৃত সুমনের নামে মাদক মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

No comments