Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় ক্লিনিকের কেয়ারটেকারকে রাতে কুপিয়ে জখম!



    বাঘা (রাজশাহী) প্রতিনিধি
    রাজশাহীর বাঘায় সহোদর দুই ভাই রাজা ও বাদশার বিরুদ্ধে জননী ক্লিনিকের কেয়ার টেকার সবুজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। বাঘা পৌর সভার উত্তর মিলিকবাঘা গ্রামের বাসিন্দা আহত সবুজকে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার পিতার নাম মকবুল সর্দার। অভিযুক্ত দুই ভাই রাজা ও বাদশা একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে। শনিবার (৩১-৮-১৯) সবুজের ভাই মনিরুল বাদি হয়ে দুই ভাই রাজা ও বাদশাসহ অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে বাঘা থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে মামলা রেকর্ড করা হয়নি বলে জানা গেছে।
    অভিযোগ সুত্রে জানা যায়, শুক্রবার (৩০-৮-১৯) রাত সাড়ে ৮টার সময় ক্লিনিকে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে আসে। পথিমধ্যে অতর্কিত হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্য,বাদশার হুকুমে রাজার হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে মাথায় ও পিঠে সহ শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আহত সবুজের চিৎকারে সেখানে লোকজন গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর  ভয়ভীতি প্রদর্শন করে পালিয়ে যায় তারা। তবে ঘটনার সাথে জড়িত ছিলেননা বলে দাবি করেছেন বাদশা।
    বাঘা থানার ডিউটি অফিসার এএসআই মোশারফ হোসেন,অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন,বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য একজন সহকারি উপ পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। এএসআই শাহ আলম বলেন, তদন্ত করে সত্যতা পেয়েছেন। ওসি স্যার ছুটি থেকে এলে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728