Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় ইয়াবাসহ ৪ জন আটক



    বাঘা(রাজশাহী) প্রতিনিধি ঃ
    রাজশাহীর বাঘায় ইয়াবা ও ফেনসিডিল-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১-৯-১৯) সকালে উপজেলার সীমান্তবর্তী এলাকা আলাইপুর ও কিশোরপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এসআই সইবর রহমান ও এসআই লুৎফর আলী পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
    গ্রেফতারকৃতরা হলো-উপজেলার আলাইপুর মহাজনপাড়ার নবাব আলীর ছেলে রাব্বি ইসলাম (২০) কিশোরপুর বিলপাড়া গ্রামের মাজদার মন্ডলের ছেলে ইজদার আলী (২৭), খাকছার আলীর ছেলে মিজান আলী (২৬) ও চারঘাট উপজেলা নিমপাড়া ইউনিয়নের জোতকার্তিকপুর গ্রামের সাদেক আলীর ছেলে বাদশা (২৭)।
    বাঘা থানার উপ পরিদর্শক(এসআই) সইবর রহমান জানান, ইজদার আলীর কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল ও ইজদার আলীর কাছে থেকে ২০পিচ ইয়াবা ট্যাবলেট এবং মিজান আলী ও বাদশার কাছ থেকে আরো ২০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728